৭ নভেম্বর‘জাতীয় বিপ্লব ও সংহতি’দিবস পালন করবে বিএনপি। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৭ নভেম্বর‘জাতীয় বিপ্লব ও সংহতি’দিবস পালন করবে বিএনপি।


আলোকিত বার্তা:৭ নভেম্বর‘জাতীয় বিপ্লব ও সংহতি’দিবস পালন করবে বিএনপি।এ উপলক্ষে দলটির পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বুধবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।যৌথসভায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব,যুগ্ম মহাসচিবরা,বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা অংশ নেন।

৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।সকাল ১০টায় দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ।দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।এছাড়া পোষ্টার,ক্রোড়পত্র ও লিফলেট প্রকাশ করা হবে।

অনুরূপভাবে দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিধানুযায়ী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালিত হবে।সভার শুরুতে দলের ভাইস চেয়ারম্যান,সাবেক মেয়র ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার আশু সুস্থতা কামনা করা হয়।

Top