বিএনপির ব্যবসায়ীরাও আমাদের সমর্থন দিয়েছেন।কারণ আমরা সবার কাজ করার সুযোগ করে দিতে পেরেছি,বললেন শেখ হাসিনা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ব্যবসায়ীরাও আমাদের সমর্থন দিয়েছেন।কারণ আমরা সবার কাজ করার সুযোগ করে দিতে পেরেছি,বললেন শেখ হাসিনা।


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে ১৪ দলীয় জোটের ওই নেতাও বিতর্কিত হয়ে পড়েন।তিনি বলেন,আমাদের জোটের নেতা প্রশ্ন তুলেছেন,তার মনে তো কষ্ট থাকতেই পারে।তিনি নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে,তিনিও তো বিতর্কিত হয়ে যান।আজারবাইজানে ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে হাজির হয়ে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।আওয়ামী লীগ সভাপতি বলেন,এ বিষয়ে জোটের মুখপাত্র নাসিম সাহেব আমার সঙ্গে কথা বলেছেন।তবে আমি বলেছি,এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।

সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেন দলটির সভাপতি রাশেদ খান মেনন।এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে।এ বিষয়ে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,জনগণ যদি ভোট না দিত,আমাদের পক্ষে না থাকতো,তাহলে আমাদের সমর্থন থাকতো না।তাদের (বিএনপি) ভোটবিহীন নির্বাচনের বিরুদ্ধে আমরা গণআন্দোলন গড়ে তুলতে পেরেছিলাম।আমাদের জনসমর্থন ছিল।এবারের নির্বাচনের পর জনগণ,ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ আমাদের সমর্থন দিয়েছেন।শুধু আওয়ামী লীগের না,বিএনপির ব্যবসায়ীরাও আমাদের সমর্থন দিয়েছেন।কারণ আমরা সবার কাজ করার সুযোগ করে দিতে পেরেছি,বললেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন,ছাত্র আন্দোলন থেকে তিনি (রাশেদ খান মেনন) এমন আচরণ করছেন। স্বাধীনতার আগে বলেছেন ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো,পরে ইন্দিরা-মুজিব আমলে স্থল সীমানা চুক্তির সময় বলেছেন বেলুবাড়ি বেচে দিলো,এমন কথা তিনি অনেক বলেছেন।এসবের পরিপ্রেক্ষিতে ১৪ দল বসেছে,তিনি দুঃখ প্রকাশ করেছেন।এমন বক্তব্য তিনি হয়তো আরও দেবেন,এতে আমার কোনও মন্তব্য নেই।সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী এবারের ন্যাম সম্মেলনে তার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।গত ২৫ থেকে ২৬ অক্টোবর উন্নয়নশীল দেশগুলোর জোট- ন্যামের শীর্ষ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। শুক্রবার সকালে বাকু কংগ্রেস সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন হয়।স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে গড়ে ওঠা ৫৮ বছরের পুরনো এ জোটের অষ্টাদশ শীর্ষ সম্মেলনে ৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন।এছাড়া পর্যবেক্ষক ১৭টি দেশ ও ১০ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে ছিলেন।ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার বিস্তারিত তথ্য বের করে আনায় সাংবাদিকদের ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন,মৃত্যুর আগে নুসরাত নিজের জবানবন্দি দিতে পারায় বিচারে সুবিধা হয়েছেতিনি বলেন,নুসরাত হত্যার বিস্তারিত তথ্য বের করে আনতে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা ছিল। নুসরাত জীবন দিয়ে গেছে। কিন্তু সে একটা সাহসী ভূমিকা রেখে গেছে।

দুর্নীতির জন্য গ্রেফতারদের কোনো বিশেষ ট্রাইব্যুনাল আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,তারা কারাগারে আছে,সেটা কি বিচার হয়নি?বঙ্গবন্ধু কন্যা বলেন,মৃত্যুর আগে নুসরাত নিজের জবানবন্দি দিতে পারায় বিচারে সুবিধা হয়েছে। তার জবানবন্দি ছিল খুবই গুরুত্বপূর্ণ।এছাড়া তার হত্যার বিচারে ব্যাপক জনমতও তৈরি হয়েছিল।এছাড়া সাকিব আল-হাসান ভুল করলেও বুঝতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, বিসিবি তার পাশে আছে, থাকবে।তিনি বলেন,দেশের উন্নয়ন আওয়ামী লীগই করে।আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দারিদ্র্যের হার কমেছে। উন্নয়নের ছোঁয়া দেশের মানুষ পাচ্ছে। ৭৫ সালের ১৫ আগস্টের পর যে সম্মান হারিয়ে গিয়েছিল, দেশের মানুষ সেটা আবার ফিরে পেয়েছে।

Top