দেশের কৃষকরা বর্তমানে তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের কৃষকরা বর্তমানে তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না।


আলোকিত বার্তা:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দেশের কৃষকরা বর্তমানে তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। সম্প্রতি ধানের দাম পায়নি।আলু নিয়ে বর্তমানে চরম খারাপ অবস্থা বিরাজমান।একদিকে কৃষিপণ্যের দাম নাই,অন্যদিকে আমরা চিৎকার করে বলছি- বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো।যেখানে কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পায় না সেখানে কিসের উন্নয়ন হচ্ছে আমাদের মাথায় ঢুকে না। জিডিপির গ্রোথ দেখিয়ে যে উন্নয়নের কথা বলা হচ্ছে সে উন্নয়ন আমাদের ঋণগ্রস্ত করবে,পরনির্ভরশীল করে দেবে।সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমীন মিলনায়তনে জেলা কৃষকদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন,আমাদের কৃষক ভালো থাকলে,উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেলে আমাদের সামগ্রিক উন্নয়ন হবে।তিনি বলেন,বর্তমানে সরকার যখন বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তখন খুব হাসি পায়। আজকে ক্যাসিনো ব্যবসার মূল হোতারা কই? ছাত্রদের টাকা ভাগ বাটোয়ারার বিচার কই? বুয়েটের শিক্ষার্থী আবরারকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হলো- চিন্তা করতে পারেন?মির্জা ফখরুল বলেন,এ দেশ স্বাধীন হওয়ার ৫০ হলেও আজও আমাকে চিন্তা করতে হয়, আমার অধিকার কোথায়? সুশাসন কোথায়? আওয়ামী লীগের অগণত্রান্ত্রিক আচরণই এর একমাত্র কারণ। তারা গণতন্ত্রে, মানুষের অধিকার ও সুশাসনে বিশ্বাস করে না। তাদের শাসন ব্যাবস্থাটাই এমন।তিনি বলেন,নদীগুলির অবস্থা দেখেছেন? ভারত বাংলাদেশের মিত্র রাষ্ট্র। কিন্তু আজ পর্যন্ত কি তিস্তা চুক্তির বাস্তবায়ন হয়েছে? বাংলাদেশ কি পানির ন্যায্য হিস্যা পেয়েছে। এ ব্যপারে কোনো অগ্রগতি বর্তমান সরকার করতে পারেনি।

বিএনপির মহাসচিব বলেন,এ সরকার নতজানু সরকার।আর নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে কোনো দিন জাতিকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবে না। যেখানে সরকার নিজেই ভক্ষক এবং তার এজেন্সিগুলো ভক্ষকের ভূমিকা পালন করছে, সেখানে আর কার কাছে যাবেন।সরকার বাংলাদেশকে ক্যাসিনো রাষ্ট্র বানাতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ক্যাসিনো ব্যবসা নিয়ে যে নাটক হচ্ছে তার মূল হোতাদের কোনো খবর নাই। যখন এ সরকারের সারা গায়ে কাদা লেগে আছে তখন এ সরকার কীভাবে নিজেই শুদ্ধি অভিযান চালায়? তারা তো নিজেরাই শুদ্ধ নয়।জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসিান জাফির তুহিন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।এর আগে মির্জা ফখরুল জেলা কৃষকদলের ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করে। সম্মেলন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সকাল থেকে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে র‌্যালি নিয়ে আসে সম্মেলন স্থলে।

Top