জনগণের প্রত্যাশা পূরণের দল জাতীয় পার্টি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের প্রত্যাশা পূরণের দল জাতীয় পার্টি


আলোকিত বার্তা:জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন,জাতীয় পার্টি হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণের দল।দেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে।দেশের তিনটি প্রধান বড় দলের মধ্যে জাতীয় পার্টি একটি।সোমবার গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এ সব কথা বলেন।

তিনি আরও বলেন,জোটবদ্ধ নির্বাচনের সংস্কৃতিতে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে,কিন্তু শক্তিশালী বিরোধী দল গঠনের লক্ষ্যেই আমরা সরকারে যাইনি।আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করে,সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিচ্ছি।সরকারের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয়া মানেই জনগণের উপকার করা।বিরোধিতা মানেই সরকারের সব কর্মকাণ্ডে বিরোধিতা,অশালীন বক্তৃতা এবং জনগণের জন্য কষ্টদায়ক কর্মসূচি দেয়া নয়।

জিএম কাদের বলেন,হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের সব কাজের প্রেরণার উৎস।বাংলাদেশের উন্নয়নের ইতিহাস থেকে এরশাদের অবদান কখনোই মুছে ফেলা যাবে না। জিএম কাদের বলেন, আমরা এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। প্রাদেশিক সরকার গঠন ও ভোটের অনুপাতিক হারে সংসদীয় প্রতিনিধি নির্বাচনের কর্মসূচি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা দূর করতেই হুসেইন মুহম্মদ এরশাদের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের ফর্মুলা বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।তিনি বলেন,যারা দলের জন্য ত্যাগ স্বীকার করবে, তাদের মূল্যায়ন করা হবে। জাতীয় পার্টিতে দুর্নীতিবাজ নেই, তাই দেশের রাজনীতিতে আগামী দিনে জনগণের ম্যান্ডেড পেতে জাতীয় পার্টির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান জিএম কাদের।

সভায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন,জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই,জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ।তিনি বলেন,১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন পেয়ে আওয়ামী লীগ ২১ বছর পরে সরকার গঠন করতে পেরেছে। কিন্তু আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির সঙ্গে খারাপ আচারণ করেছে। রাঙ্গা বিএনপির সমালোচনা করে বলেন,বিএনপি ক্ষমতায় গিয়ে এরশাদকে জেলখানায় ১২দিন মাটিতে শুতে দিয়ে ছিল। নেতা-কর্মীদের ওপর অত্যাচার করেছে। এখন বিএনপি তাদের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করছে।এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,মহিলা পার্টির সভানেত্রী এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন,হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে বুকে ধারণ করে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে।জাতীয় পার্টিই হবে আগামী দিনের রাজনীতিতে বড় ফ্যাক্টর।মানুষের আশা-আকাঙ্ক্ষার একমাত্র ভরসার যায়গা।
তিনি আরও বলেন,হুসেইন মুহম্মদ এরশাদ দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন করেছেন।উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।নানা ক্ষেত্রে সংস্কার করেছেন। দেশের মানুষ তাই এরশাদকে এখনও মনে রেখেছে।আগামীতেও মনে রাখবে।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু,বাহাউদ্দিন আহমেদ বাবুল,পল্লবী থানার সভাপতি আমানত হোসেন আমানত,মীরপুর থানার সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান,দারুস সালাম থানার সভাপতি হাসান হামিদ, শাহ আলী থানার সভাপতি মাহফুজ মোল্লা, কাফরুল থানার সভাপতি শামসুল হক, রামপুরা থানার সভাপতি কাজী আবুল খায়ের।কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে প্রেসিডিয়াম সদস্য নাজমা আখতার এমপি,ভাইস-চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম-মহাসচিব সুলতান আহমেদ সেলিম, শফিউল্লাহ শফি,সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, জসীম উদ্দিন ভূঁইয়া,নির্মল দাস,শেখ মাতলুব হোসেন লিয়ন,ফখরুল আহসান শাহজাদা,ডা.সেলিমা খান, মাহমুদুর রহমান মুন্নি, তাসলিমা আকবর রুনা, সীমানা আমির প্রমুখ উপস্থিত ছিলেন।

Top