খালেদা জিয়ার যদি কোনো ক্ষতি হয়,তা হলে সব দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে হুশিয়ারি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার যদি কোনো ক্ষতি হয়,তা হলে সব দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে হুশিয়ারি


আলোকিত বার্তা:গত দেড় বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জামিন না দিলে খালেদা জিয়ার যদি কোনো ক্ষতি হয়,তা হলে সব দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে হুশিয়ারি দেন তিনি।সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ড.মোশাররফ বলেন,খালেদা জিয়াকে জামিন দেয়া হোক। যাতে তিনি তার সুবিধামতো স্থানে চিকিৎসা নিতে পারেন।যদি জামিন দেয়া না হয়,আর পিজি(বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়)হাসপাতাল অথবা কারাগারে যদি দেশনেত্রীর কোনো ক্ষতি হয়,তবে এর সব দায়িত্ব সরকারকে বহন করতে হবে। সরকারকে এর জবাব দিতে হবে।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

Top