সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারক আলী আকবর
আলোকিত বার্তা:কুমিল্লার জেলা জজ মো.আলী আকবরকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।প্রধান বিচারপতির অনুমতি নিয়ে সোমবার আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে এই নিয়োগ দেওয়া হয়।গত ২০ অক্টোবর ৯ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
পরদিন তারা শপথও নেন।এর মধ্যে রেজিস্ট্রার জেনারেল ড.মো.জাকির হোসেনও ছিলেন।এরপর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো.গোলাম রব্বানীকে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়।