ঘুমন্ত শিশুপুত্র তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ
আলোকিত বার্তা:প্রতিপক্ষকে ফাঁসাতে অসৎ উদ্দেশ্যে সুনামগঞ্জ জেলার দিরাইয়ে ঘুমন্ত শিশুপুত্র তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার(১৬ অক্টোবর)সংগঠনটির সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন,প্রতিপক্ষকে ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে দিরাই উপজেলায় পিতা ও চাচার হাতে ঘুমন্ত তুহিনকে নির্মমভাবে হত্যা করে তার কান এবং লিঙ্গ কেটে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার ঘটনায় আমি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।তিনি বলেন,এ ধরনের নিষ্ঠুর পাশবিকতার ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত।এ ঘটনায় দেশের চিন্তাশীল সুশীল সমাজসহ সবাইকে ভাবিয়ে তুলেছে।সকলের একটিই প্রশ্ন দেশের সমাজ ব্যবস্থা তো পূর্বে কখনো এমন ছিল না,সমাজ ব্যবস্থা কেন এমন হলো?
শফিকুর বলেন,ঘরে-বাইরে, অফিসে,আদালতে,শিক্ষা প্রতিষ্ঠানে,শিল্প কারখানাসহ সমাজের সর্বস্তরেই চলছে নৃশংসতা,পাশবিকতা,শিশু ও নারী ধর্ষণ, নির্যাতন এবং নির্মমভাবে হত্যা।কোথাও মানুষের জান মাল ও ইজ্জতের কোনো নিরাপত্তা নেই।সর্বত্রই চলছে পাশবিকতা ও নৃশংসতার জয়জয়কার। বর্তমান সরকারের ক্ষমতা দখলের পর থেকেই মানুষের মধ্যে চরম নৈতিক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সরকার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ও ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে তাদের মধ্যেও নৈতিক মূল্যবোধ ও মানবিকতার চরম বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে।জামায়াত মুখপাত্র আরও বলেন,এমতাবস্থায় রাষ্ট্র ও সমাজকে এ নৈতিক অধঃপতন ও উচ্ছৃংখলতা,অমানবিকতা থেকে উদ্ধারের জন্য ইসলামের সুমহান শিক্ষার আলোকে ধর্মীয়,নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে শান্তিপূর্ণ নিরাপদ গণতান্ত্রিক সমাজ গঠনে এগিয়ে আসতে সমাজের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।