প্রধানমন্ত্রীর কাছে আছে অপকর্মকারীদের তালিকা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কাছে আছে অপকর্মকারীদের তালিকা


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশে অপকর্ম যারা করেছে, তাদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে। দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে আরো অনেক রাঘববোয়াল ধরা পড়বে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, বিগত দিনে যারা গ্রেফতার হয়েছেন, তারা কেউ ছোটোখাটো অপরাধী নন। অভিযানে আরো অনেক রাঘববোয়াল ধরা পড়বে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে দলীয় নেতারা যেভাবে কথা বলছেন, চিকিত্সকেরা তেমন কিছু বলছেন না জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তার দল বিএনপির বক্তব্য ও চিকিত্সকদের বক্তব্য এক নয়। চিকিত্সকদের রিপোর্টের ওপর ভিত্তি করে কোনো কথা বলা হলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি) যেটা চান,সে বিষয়ে কোনো নির্দেশ আমি পাইনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,বিএনপির প্রতি সব সময়ই আমরা নমনীয়। তবে বিএনপি যদি কঠোর অবস্থানে যায়, পরিস্থিতি বুঝে জবাব দেবে আওয়ামী লীগ। দেশের অন্যতম বড়ো রাজনৈতিক দল হিসেবে বিএনপি সরকারপ্রধানের সঙ্গে দেখা করতে পারে, তাদের সমস্যা তুলে ধরে সহযোগিতা চাইতে পারে। এটাই গণতান্ত্রিক চর্চ্চার একটি অংশ।

দুর্নীতি মামলায় কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির নেতাদের দাবি-আহ্বানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে কারাগার থেকে বের করার জন্য বিএনপি আন্দোলনের কথা বললেও এখন পর্যন্ত তারা তা করতে পারেনি। আমি চাই তারা আন্দোলন করুক। আমি বলেছি, তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করুক। এত বড়ো একটা দল, খালেদা জিয়ার জন্য রাজপথে কোনো আন্দোলন হলো না। হংকংয়ে গত চার মাস ধরে আন্দোলন হচ্ছে। অথচ খালেদা জিয়ার জন্য এত দিনে ১ হাজার লোক একটা মিছিল করল না।ওবায়দুল কাদের বলেন, যার যার এলাকা আছে, সেখানে কমিটি গঠনের সময় একটু সতর্ক হতে হবে, যেন অপকর্মকারীরা আওয়ামী লীগে স্থান না পায়। তিনি বলেন, ‘আমাদের চারটি সহযোগী সংগঠন যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ। এসব সংগঠনের সম্মেলন আমাদের জাতীয় সম্মেলনের আগে নভেম্বরের মধ্যে শেষ করতে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।’

ফেনীর জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে কি না, তা দলের সাধারণ সম্পাদক কাদেরের কাছে জানতে চান একজন সাংবাদিক। উত্তরে তিনি বলেন, ‘আমার এ ধরনের খবর জানা নেই। কোথা থেকে এলো তা-ও জানি না। কে দিল এই খবর তা-ও জানি না। শুধু এটুকু জানি, ফেনী জেলার সম্মেলন হবে। একটা তারিখ হয়েছে। জয়নাল হাজারী অসুস্থ, তার চিকিত্সার জন্য প্রধানমন্ত্রী কিছু সহযোগিতা করেছেন। তিনি সিঙ্গাপুরে গেছেন কি না, তা কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, আমার কাছে এসেছিলেন, বলেছিলেন তিনি অপারেশনের জন্য সিঙ্গাপুরে যাবেন। এখানে উপদেষ্টা করার কোনো নির্দেশনা আমার জানা নেই।

Top