দুর্নীতি বন্ধ করতে হবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি বন্ধ করতে হবে।


আলোকিত বার্তা:দুর্নীতিবাজ কর্মকর্তা যতই যোগ্য আর প্রভাবশালীই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না।দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিআরটিসিকে লাভজনক প্রতিষ্ঠান করার স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নেবে। যারা অনিয়ম-অপকর্ম করবে তাদের প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মতিঝিলে বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।ওবায়দুল কাদের বলেন, আগামীতে রাস্তায় কোনো ফিটনেসবিহীন গাড়ি চালতে পারবে না। এছাড়া হেলপার দিয়ে গাড়ি না চালানোর জন্যও বিআরটিসির কর্তাব্যক্তিদের নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন বিআরটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার সব পদক্ষেপ নিচ্ছেন।

ছাত্রলীগের বিষয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন। দলের যেই হোক, অপকর্ম করলে কোনো ছাড় দেয়া হবে না।এ ছাড়াও উপনির্বাচনে রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার বিষয়টিও আওয়ামী লীগের বিবেচনায় আছে বলেও জানান সেতুমন্ত্রী।

Top