সর্বোচ্চ জরিমানা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আলোকিত বার্তা:আমিনবাজারে ডাম্পিং স্টেশনে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে(ডিএনসিসি) সর্বোচ্চ জরিমানা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।শনিবার(১৪ সেপ্টেম্বর)সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে করা সুপারিশের সঙ্গে একমত পোষণ করে শিগগিরই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, পরিবেশ দূষণের জন্য জরিমানা করার বিধান আছে। আইন সবার জন্য সমান।তাই সিটি কর্পোরেশন কোনো বিশেষ সুবিধা পেতে পারে না। তাদের ওই ডাম্পিং গ্রাউন্ড অবৈধ। পরিবেশ অধিদফতর তাদের আগেও এ ব্যাপারে চিঠি দিয়েছে, কিন্তু এতে কোনো সাড়া দেয়নি তারা।
আমিনবাজারে ডিএনসিসির ওই বর্জ্য ডাম্পিংয়ের ল্যান্ডফিলটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে। এর আগে গত ৪ এপ্রিল কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।এছাড়াও সভায় পরিবেশ দূষণের প্রভাব বিবেচনায় নিয়ে গাড়ি আমদানির ক্ষেত্রে ট্যাক্স নির্ধারণের প্রস্তাবনা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।সাভারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা ডাম্পিং স্টেশন
সভায় আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে এ প্রস্তাবনা তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়। কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুর নাহার, মোঃ মোজাম্মেল হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মোঃ রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন সভায় অংশগ্রহণ করেন।সভায় বঙ্গবন্ধু কনজারভেশন করিডোর, সিএএসই প্রকল্পের খাতওয়ারী ব্যয়ের চিত্র উপস্থাপন এবং প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি আমিন বাজারের ডাম্পিং স্টেশনের সমস্যা নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা হিসেবে বন্ধ করার নোটিশ প্রদানসহ সর্বোচ্চ জরিমানা আরোপের সুপারিশ করে।কমিটি বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ (সিএএসই) প্রকল্পের খাতওয়ারী ব্যয়ের চিত্র অসম্পূর্ণ এবং ভুল হওয়ায় পরবর্তী সভায় সঠিক তথ্য উপস্থাপনের সুপারিশ করে।সভায় টেকসই বনায়ন এবং জীবনযাত্রা (এসইউএফএএল) প্রকল্প সময় অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রাক পরিকল্পনা তৈরিসহ একটা সুষ্ঠু প্রশিক্ষণ মডিউল তৈরি করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়।পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব,পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বিএফআইডিসির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।