৯০২৬৪ হজ যাত্রী দেশে ফিরেছেন
আলোকিত বার্তা:পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯০ হাজার ২৬৪ জন হজ যাত্রী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১৩৪টিসহ মোট ২৫৭টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। চলতি বছর হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে মোট ১১২ জন হাজি/হজযাত্রী মারা যান। তার মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় এক জন মারা যান।