জাতীয় কাউন্সিলের ঘোষণা কাদেরের উত্তেজনার মধ্যেই - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় কাউন্সিলের ঘোষণা কাদেরের উত্তেজনার মধ্যেই


আলোকিত বার্তা:রওশন এরশাদের সাথে চেয়ারম্যান পদ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই আগামী ৩০ নভেম্বর দলের জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের।শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক যোগদান সভায় তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন,জাতীয় পার্টিতে ঐক্য ধ্বংসের চেষ্টা চলছে। দলকে এগিয়ে নিতে সবাই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। কারণ জাতীয় পার্টির অবস্থান এখনো দুর্বল। অন্য দুটি দলের তুলনায় পিছিয়ে আছে।জিএম কাদের বলেন, এরশাদ সাহেব যে ওসিহত করে গেছেন আমরা সে অনুসারে কাজ করছি। আমাদের প্রেসিডিয়াম সদস্যরাও সেভাবে কাজ করছেন। তবে কিছু লোক দলে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন, কিন্তু তারা সফল হবেন না।

এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ নিয়ে জিএম কাদেরের সাথে দ্বন্দ্বের জেরে রওশন এরশাদের বিরুদ্ধে রংপুরে ঝাড়ু মিছিল করেছে পার্টির নেতা-কর্মীরা।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে জাতীয় পার্টির রংপুর শহীদ মোবারক সারণি কার্যালয়ের সামনে জাতীয় মহিলা পার্টির নেতা-কর্মীরা এ ঝাড়ু মিছিল করেন।বেশ কিছুদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই বিরোধের সূত্রপাত জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জিএম কাদেরকে ঘোষণা দেয়ার জন্য দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য স্পিকারকে চিঠি দেয়াকে কেন্দ্র করে।ওই দাবির বিপক্ষে স্পিকারকে রওশন এরশাদের পক্ষে পাল্টা চিঠি দেয়া হলে দলের চেয়ারম্যান পদ নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করে।এতে জাতীয় পার্টির ‘দুর্গ খ্যাত রংপুরের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রওশন এরশাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন।

Top