ভূমিকম্প সহনীয় দেশ গড়তে কাজ করছে সরকার। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প সহনীয় দেশ গড়তে কাজ করছে সরকার।


আলোকিত বার্তা:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন,জাপানের মতো একটি ভূমিকম্প সহনীয় দেশ গড়তে কাজ করছে সরকার।বৃহস্পতিবার ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভূমিকম্প প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সিটি করপোরেশন, টাঙ্গাইল, রাঙ্গামাটি ও সুনামগঞ্জ পৌরসভার সঙ্গে সমঝোতা স্মারক স্বক্ষর উপলক্ষে এ আয়োজন করা হয়।ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্প সহনীয় ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণে জাপান সরকার ও জাইকা আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। এ লক্ষ্যে শিগগিরই জাপান সরকার ও জাইকার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণের বিকল্প নেই। ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে কাজ করছে সরকার।প্রতিমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প ঝুঁকিপূর্ণ একটি দেশ। এখানে ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণের বিকল্প নেই। এর অংশ হিসেবে পুরাতন ভবনগুলো সংস্কার করে ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে। দেশের প্রকৌশলী ও স্থপতিদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।তিনি আরো বলেন, ‘ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় ২২০ কোটি টাকার উদ্ধারসামগ্রী কেনা হয়েছে এবং আরো এক হাজার কোটি টাকার উদ্ধারসামগ্রী বা যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেয়া হয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি।এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক শাহাদৎ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহসীন এবং রংপুর সিটি করপোরেশন, টাঙ্গাইল, সুনামগঞ্জ ও রাঙ্গামাটি পৌরসভার মেয়ররা সভায় উপস্থিত ছিলেন।

Top