র‌্যাব আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক বিন কাশেম। - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাব আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক বিন কাশেম।


আলোকিত বার্তা:র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল সারওয়ার বিন কাশেম।বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান এমন তথ্য জানিয়েছেন।তিনি জানান, র‌্যাব-১ এর দায়িত্ব পালনের পাশাপাশি আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে সারওয়ার বিন কাশেম নতুন এই দায়িত্ব গ্রহণ করবেন।এর আগে কমান্ডার মোহাম্মদ মুফতি মাহমুদ খানের বদলির পর র‌্যাবের মুখপাত্রের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন র‌্যাব-৩ এর অধিনায়ক এমরানুল হাসান। বর্তমানে তিনি অন্য একটি গোয়েন্দা সংস্থায় বদলি হওয়ায় লে. কর্নেল সারওয়ার-বিন কাশেমকে এই দায়িত্ব দেয়া হয়।

র‌্যাবের নতুন মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম বলেন, বর্তমানে র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দায়িত্ব হিসেবে আমাকে গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে যেন পালন করতে পারি, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।
জানা যায়, সারওয়ার-বিন-কাশেম ২০১৭ সালের ১ জানুয়ারি র‌্যাব-১ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা) পান।

Top