বাংলাদেশের জন্য সব দিক থেকে বিপদ আসছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের জন্য সব দিক থেকে বিপদ আসছে


আলোকিত বার্তা:বাংলাদেশের জন্য সব দিক থেকে বিপদ আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার(৪ সেপ্টেম্বর)বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন,শুধু রোহিঙ্গা সমস্যা নয়। সামনে আরো বিপদ আসছে। চোখ বন্ধ করে থাকলে হবে না।তিনি বলেন,ওই যে উট পাখি কী করে? যখন মরুভূমিতে ঝড় আসে তখন মাথাটা বালুর মধ্যে ঢুকিয়ে দিয়ে ভাবে যে সব থেমে গেল। কিন্তু তাতে মরুভূমির ঝড় বন্ধ হয় না। আজকে সরকার মাথা নিচু করে বসে আছে। কিন্তু এতে রক্ষা হবে না। কারণ চারদিক থেকে বিপদ আসছে।

তিনি বলেন,দেশে গণতন্ত্র নেই,মানুষ ভোট দিতে পারেনি।মানুষের গণতান্ত্রিক অধিকার নেই।মানুষ ন্যায় বিচার পায় না,সামাজিক বিচার পায় না। তারা অসহায় হয়ে গেছে।রোহিঙ্গারা এসেছে এ দেশে,সেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকার। কারণ তাদের যে প্রধান মিত্র ভারত ও চীন তারা মিয়ানমারের পক্ষে।মির্জা ফখরুল বলেন,আজকে আসামে যে এনআরসি তৈরি হয়েছে আমরা জানি না এটার মধ্যে কী আছে না আছে। আমরা এটুকু বুঝি যে,একটা বিপদ জানান দিচ্ছে।অবশ্যই বাংলাদেশের মানুষকে সজাগ হতে হবে। বাংলাদেশের মানুষকেই তার স্বাধীনতা রক্ষা করতে হবে,তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু,খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস,যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল,সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Top