নতুন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার
আলোকিত বার্তা:কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালামকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগপূর্বক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। নতুন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার করা হয়েছে যুগ্মসচিব মাহবুব আলম তালুকদারকে।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সোমবারর বিকেলে আরেক প্রজ্ঞাপনে বর্তমান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামসহ সাত ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করে নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।এ বিষয়ে মো. আবুল কালাম বলেন, আমার দুই বছর পূর্ণ হয়েছে। বিধি অনুযায়ী আমাকে বদলি করা হয়েছে।এসময় দায়িত্বপালনকালে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকদের সহযোগিতা পাওয়ায় তাদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য,মাহবুব আলম তালুকদারকে এর আগে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। সেই আদেশ বাতিল করে তাকে সোমবার কক্সবাজারে নতুন দায়িত্ব প্রদান করা হলো।গত ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের দুই বছর উপলক্ষে মহাসমাবেশের ডাক দেয় রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ। ঘোষণা অনুযায়ী প্রায় ৫ লাখ রোহিঙ্গার সমাগম ঘটে। পরে সরকারের পক্ষ থেকে বলা হয় রোহিঙ্গাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।