আটক নৌ-পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার ঘুষের টাকাসহ হাতেনাতে - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আটক নৌ-পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার ঘুষের টাকাসহ হাতেনাতে


আলোকিত বার্তা:ঘুষ নেওয়ার সময় নৌ-পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।সোমবার সকালে নৌ-পরিবহন অধিদপ্তরের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।দুদকের জনসংযোগ দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার বিরুদ্ধে এখন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দুদক সূত্র জানায়,জাহাজের সার্ভে সংক্রান্ত কাজ করে দেওয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা গ্রহণের সময় মির্জা সাইফুরকে আটক করা হয়। দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান চালায়।

Top