১৫ আগস্টের ষড়যন্ত্রকারীদের বিচারে শিগগিরই কমিশন
আলোকিত বার্তা:আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার পেছনে কারা ছিলেন তা চিহ্নিত এবং তাদের শাস্তি নিশ্চিত করতে শিগগিরই কমিশন গঠন করা।মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন,১৫ আগস্ট হত্যাকাণ্ডের পেছনে কারা ছিলেন তা বের করার সুযোগ আছে আমাদের…ইনশাল্লাহ কমিশন গঠন করা হবে।’
মন্ত্রী আরো জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পরামর্শ করার পর কমিশনের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।