২১ আগস্ট তারেক,১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়া - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২১ আগস্ট তারেক,১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়া


আলোকিত বার্তা:রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার দুই বছর ধরে উস্কানি দিয়ে যাচ্ছে; তাদের মতো একই সুরে বিএনপিও কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বিকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।ওবায়দুল কাদের বলেন,১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান ও ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান। বিষয়টি আজ পরিস্কার। এর সত্যতা ক্রমেই উন্মোচিত হচ্ছে। প্রতিনিয়ত বিএনপির স্বরূপ উন্মোচিত হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।ওবায়দুল কাদের বলেন,মিয়ানমার প্রথম থেকে আজ পর্যন্ত যে উস্কানি দিয়ে যাচ্ছে,একই সুরে কথা বলছে আমাদের দেশের একটি রাজনৈতিক দল বিএনপি।রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করছে। আমরা কূটনীতিতে পিছিয়ে নেই।

তিনি বলেন,মিয়ানমারের উপর আগের চেয়ে চাপ অনেক বেড়েছে,যাতে তারা রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায়।প্রথমে তারা নিতেই চায়নি। তাদের মনে যাই থাক এখন প্রকাশ্যে ফিরিয়ে নিতে চাইছে। এটাও আমাদের সফলতা।আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সাবেক মহাসচিব আব্দুল মান্নান ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সেলিম।

Top