আগেই লাল কার্ড দেখিয়েছে জনগণ বিএনপিকে - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আগেই লাল কার্ড দেখিয়েছে জনগণ বিএনপিকে


আলোকিত বার্তা:দেশের জনগণ বিএনপিকে আগেই লাল কার্ড দেখিয়ে রাজনীতি থেকে বের করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন,বিএনপি নিজে লাল কার্ড খেয়ে মাঠের বাইরে আছে। তারা অন্যকে কিভাবে লাল কার্ড দেখাবে।সোমবার(২৬ আগস্ট)সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।এসময় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনী হামিদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জনগণ প্রধানমন্ত্রীকে লাল কার্ড দিয়ে বিতারিত করবে-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে জনগণ আগেই লাল কার্ড দেখিয়ে রাজনীতি থেকে বের করে দিয়েছে বা দুরে সরিয়ে দিয়েছে। তারা জনগণের ওপর যেভাবে রাজনীতির নামে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন। অবরোধ করে রেখেছিল সেজন্য জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। এসমস্ত কথা তারা বহুদিন ধরে বলে আসছে। যারা নিজেরা লাল কার্ড খেয়ে মাঠের বাইরে আছে। তারা কাকে লাল কার্ড দেখাবে?

রোববার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে ‘ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২০তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপিকে যারা অনুসরণ করে তারা একত্রিত হচ্ছে, আমরা দেশের জনগণ, রাজনীতির খেলার মাঠ থেকে এ প্রধানমন্ত্রীকে লাল কার্ড দেখিয়ে বিতাড়িত করবো।

Top