রোহিঙ্গারা যে কারণে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজি না
আলোকিত বার্তা:সকল প্রস্তুতি সত্ত্বেও থাকা নির্ধারিত সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন।পররাষ্ট্র মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত না যাওয়ার জন্য যারা প্ররোচনা দিয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে না পারার দায় মিয়ানমারের ওপর অভিযোগ করে তিনি বলেন, সমস্যাটি তাদের সৃষ্টি এবং সমাধানও তাদেরই করতে হবে।
তিনি আরো বলেন,নিরাপত্তা ও পুনর্বাসনে মিয়ানমারের নেয়া প্রস্তুতি সম্পর্কে যে আস্থার সঙ্কটের সৃষ্টি হয়েছে তা দূর করেতে রোহিঙ্গা নেতাদের সেখানে নিয়ে যাওয়ার যে প্রস্তাব বাংলাদেশ সরকার করেছে তা নিয়ে দেশটির অবস্থান জানতে চাওয়া হবে।আব্দুল মোমেন আশা প্রকাশ করে বলেন,আস্থার সংকট দূর হলে রোহিঙ্গারা প্রত্যাবাসনে উৎসাহিত হবেন। ২০১৮ সালের নভেম্বরে প্রত্যাবাসনের এমনই একটি উদ্যোগ নেয়া হলেও রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্বসহ অন্যান্য দাবী আদায় না হওয়া পর্যন্ত দেশে ফিরতে রাজি না হওয়ায় তা ঝুলে যায়। সূত্র: ভয়েস অফ আমেরিকা