খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করবে শুক্রবার - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করবে শুক্রবার


আলোকিত বার্তা:দোয়া মাহফিলের মাধ্যমে আগামী শুক্রবার দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হবে। বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।

রিজভী বলেন,আগামীকাল(বৃহস্পতিবার)বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মবার্ষিকী।এ উপলক্ষে শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিএনপির পক্ষ থেকে তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান,যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল,কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম,টিএস আইউব প্রমুখ উপস্থিত ছিলেন।

Top