দেখা করতে খালেদার সঙ্গে বিএসএমএমইউতে পরিবারের ছয় সদস্য - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেখা করতে খালেদার সঙ্গে বিএসএমএমইউতে পরিবারের ছয় সদস্য


আলোকিত বার্তা:কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার সাথে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ)হাসপাতালে গেছেন পরিবারের ৬ সদস্য। সোমবার(১২ আগস্ট)পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুপুরে তারা সাক্ষাৎ করতে বিএসএমএমইউতে যান।

সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের ৬ সদস্য হলেন-বেগম খালেদা জিয়ার পুত্রবুধূ শর্মিলা রহমান,নাতনী জাফিরা রহমান,নাতনী জাহিরা রহমান,ভাই শামীম ইস্কানদার,ভাবী কানিজ ফাতেমা এবং ভাতিজা অভিক ইস্কানদার।সোমবার দুপুর২টা ১২মিনিটে তারা বিএসএমএমইউ হাসপাতালে কেবিন ব্লকের ৬ তলায় বেগম খালেদার সঙ্গে দেখা করতে যান। এ সময় তারা খালেদা জিয়ার জন্য বাসায় তৈরি খাবারও সঙ্গে নিয়ে যান।বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন জানান,বেগম খালেদা জিয়ার পরিবারের ৬ সদস্য দুপুর ২টা ১২ মিনিটে এসেছেন।বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কেবিনেই অবস্থান করছেন বলে জানান তিনি।

Top