দুদক এসকে সিনহার বিরুদ্ধে মামলার অনুমোদন দিলো
আলোকিত বার্তা:সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ নয়জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার এ অনুমোদন দেয়া হয়।
এর আগে ২০১৮ সালের ৩ অক্টোবর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে করা ঘুষ চাওয়ার মামলার নথি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৌঁছে। এ নিয়ে তদন্ত করতে একজন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছিলেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
ওই সময় তিনি বলেন,এটি দুদক আইনে পড়বে কিনা,তা বিচার–বিশ্লেষণ করে দেখা হবে। এ নিয়ে তদন্ত করা হবে।একজন তদন্তকারী নিয়োগ দেয়া হবে।২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন বিএনপির সাবেক নেতা, মন্ত্রী ও আইনজীবী নাজমুল হুদা। বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি নাজমুল হুদা মামলার এজাহারে তিন কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন এস কে সিনহার বিরুদ্ধে।