সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত
আলোকিত বার্তা:ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।রবিবার বিকেলে নগর ভবনে আয়োজিত ৫৫টি সেবা সংস্থার সমন্বয়ে অনুষ্ঠিত ঈদ জামাতের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।মেয়র বলেন,কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি স্বাভাবিক পরিবেশের ব্যাঘাত ঘটে তাহলে ওই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
তিনি বলেন,ঈদের জামাতে আগত মুসল্লিদের সেবাদানে সিটি করপোরেশনের সেবাদানকারী সংস্থাসমূহ নিয়োজিত থাকবে। দ্রুত সময়ে সব ধরনের প্রস্তুতি শেষ করতে তিনি সংস্থাগুলোকে নির্দেশ দেন।সিটি করপোরেশন সূত্র জানায়, জাতীয় ঈদগাহে পাঁচ থেকে ছয় হাজার মহিলা মুসল্লিসহ প্রায় ৮৫ হাজার মুসল্লির নামাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ময়দানের বাইরের রাস্তায়ও মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হবে।এসময় সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পুলিশ, গণপূর্ত অধিদফতর, ঢাকা ওয়াসা, র্যাবসহ সেবাদানকারী সংস্থাসমূহের প্রতিনিধিরা।