মঙ্গলবার ষোড়শ শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার ষোড়শ শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু


আলোকিত বার্তা:ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। চলবে ১৯ জুন সন্ধ্যা পর্যন্ত। তবে ২২ জুন পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন প্রার্থীরা।নিবন্ধনের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ)এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে http://ntrca.teletalk.com.bd আবেদন করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে।

এবারও শিক্ষক হতে আগ্রহীদের তিন ধাপে পরীক্ষার মাধ্যমে শিক্ষকতা পেশার জন্য বাছাই করা হবে।প্রথম ধাপে হবে ১০০ নম্বরের প্রিলিমিনারী পরীক্ষা,যা নেয়া হবে আগামী ৩০ আগস্ট।১০০ নম্বরের মধ্যে বাংলা,ইংরেজি,সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে প্রশ্ন হবে।নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে।

Top