রাণীশংকৈলে গাজাসহ আটক -২
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলনেকমরদ মেইন সড়কের পাশে মহেশপুর গোরস্থান এলাকা থেকে গাজা সহদু’জনকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। থানা সূত্রেজানা যায়,গত ২১ মে (মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবরপেয়ে সু-সংগঠিত পুলিশের একটি দল মহেশপুর গোরস্থান এলাকায়অভিযান চালিয়ে ১৯৩ গ্রাম গাজা সহ উপজেলার নয়নপুর গামেরওসমানগনির ছেলে লিটন আলী (২৮) ও সন্ধ্যারই ঘুগুডারারা
গ্রামেরকৈলাসের ছেলে সুমন রায় (২১) কে গ্রেফতার করে। পরের দিন ২২ মেবুধবার পুলিশ বাদী হয়ে ৩৬(১)১৯(ক) ধারায় মাদক নিয়ন্ত্রন আইনেমামলা করে এবং জেল হাজতে প্রেরণ করে।যার মামলা নং-২৪। রানীশংকৈলথানা ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।