সমস্যার দ্রুতই সমাধান হবে ধানের দাম নিয়ে - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সমস্যার দ্রুতই সমাধান হবে ধানের দাম নিয়ে


আলোকিত বার্তা:কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন,ধানের দাম নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা খুব দ্রুতই সমাধান করা হবে। দু’একজন কৃষক ভাবাবেগে ধান ক্ষেতে আগুন দিয়েছে। সারা দেশে কিন্তু দিচ্ছে না।রাজধানীর আইডিইবি মিলনায়তনে শনিবার বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) আয়োজিত‘জলবায়ু পরিবর্তন: কৃষিখাতের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন,ধান রফতানিতে যাওয়া হলো এ সমস্যার তাৎক্ষণিক সমাধান। আমরা রফতানিতে যাওয়ার চেষ্টা করবো। হারভেস্ট হয়ে গেলে সিদ্ধান্ত নিয়ে এ সমস্যার সমাধান করা হবে। উৎপাদন বৃদ্ধি এবং মিল মালিকেরা আমন চাল বিক্রি করতে না পারায় বর্তমানে ধানের দাম কম।

তিনি বলেন,প্রধানমন্ত্রীকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। এ মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর সুযোগ সরকারের হাতে নেই। এ বিষয়ে তিনি খুবই চিন্তিত রয়েছেন।অনুষ্ঠানে পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমেদ,আইডিইবির ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান বক্তব্য রাখেন। প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক নুরুল ইসলাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক,বিসিজেএফের প্রচার সম্পাদক প্রসূন আশীষ।আয়োজক সংগঠনের সভাপতি কাওসার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

Top