আশঙ্কায় এরশাদের জিডি স্বাক্ষর জাল করে সম্পদ হাতিয়ে নেয়ার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আশঙ্কায় এরশাদের জিডি স্বাক্ষর জাল করে সম্পদ হাতিয়ে নেয়ার


আলোকিত বার্তা:স্বাক্ষর জাল করে সম্পদ হাতিয়ে নেয়া হচ্ছে,এমন অভিযোগে নিরাপত্তাহীনতার আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।রাজধানীর বনানী থানায় বুধবার রাতে এরশাদের পক্ষে একজন প্রতিনিধি জিডি করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক(এসআই) মিথুন বলেছেন,জিডি নম্বর ১৫০২। এর ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) শায়হান ওয়ালীউল্লাহ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিনিধি বলেছেন,উনার (এরশাদ) কাছ থেকে অনেকে স্বাক্ষর নিয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তাই প্রটেকশন হিসেবে এই জিডি করা হয়।

জিডিতে অভিযোগ করা হয়েছে,তার বর্তমান ও অবর্তমানে স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র,দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেয়া,ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ,দোকানপাঠ,ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেয়া ও আত্মীয়-স্বজনদের জানমাল হুমকির মুখে রয়েছে।এ কারণে তিনি মনে করেন অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার।বেশকিছু দিন ধরে অসুস্থ ৯০ বছর বয়সী সাবেক সামরিক শাসক এরশাদ সম্প্রতি একটি ট্রাস্ট গঠন করে সেখানে তার সব সম্পদ দান করেছেন। পাঁচ সদস্যের ট্রাস্টে এরশাদ নিজে সদস্য হিসেবে থাকলেও স্ত্রী রওশন এরশাদ আর ভাই জিএম কাদেরকে রাখেননি।

Top