উজিরপুরের দক্ষিন সানুহারে যুবসমাজ ও এলাকাবাসীর উদ্দ্যোগে ওয়াজ মাহফিল - Alokitobarta
আজ : শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

উজিরপুরের দক্ষিন সানুহারে যুবসমাজ ও এলাকাবাসীর উদ্দ্যোগে ওয়াজ মাহফিল


লিটন বায়েজীদ: বরিশালের উজিরপুরের দক্ষিন সানুহারে যুবসমাজ ও এলাকাবাসীর উদ্দ্যোগে আগামী ৪ ও ৫ এপ্রিল এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে ৫ এপ্রিল প্রধান বক্তা থাকবেন আলহাজ¦ হযরত মাওলানা ডা:সিরাজুল ইসলাম সিরাজী, নওমুসলিম, ঝালকাঠি।

বিশেষ বক্তা হিসেবেউপস্থিত থাকবেন জনাব আবু আবদুল্লাহ মাহমুদি, এবং ৪ তারিখেবয়ান পেশ করবেন মুফতি হাসান মাসুদ ফিরোজ, মনিরুলইসলামমুরাদ সাহেব ও মাওলানা আবুছালেক খলিফা। প্রধান অতিথি থাকবেন জনাব ইউসুফ হোসেনহাং, চেয়ারম্যান, ৭ নংবামরাইলইউনিয়ন। সভাপতিত্তকরবেন জনাব আলহাজ¦অধ্যক্ষ মো: হেমায়েত উদ্দিন আহমেদ। এবং সাবিক সহযোগিতায় থাকবেন মো: সুমন মোল্লা, মাহফুজআলমরনি,লিটন বায়েজিদ, রানা, রাজিব, বাবু, রাজিব, মাইনদ্দিন, রেজভি,খালেকমৃধা, ছোহরাবতাং, ।মহিলাদেরবসার সুব্যাবস্থা আছে । উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানেরঅশেষ নেকিহসিলকরুন।

Top