উজিরপুরের দক্ষিন সানুহারে যুবসমাজ ও এলাকাবাসীর উদ্দ্যোগে ওয়াজ মাহফিল



লিটন বায়েজীদ: বরিশালের উজিরপুরের দক্ষিন সানুহারে যুবসমাজ ও এলাকাবাসীর উদ্দ্যোগে আগামী ৪ ও ৫ এপ্রিল এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে ৫ এপ্রিল প্রধান বক্তা থাকবেন আলহাজ¦ হযরত মাওলানা ডা:সিরাজুল ইসলাম সিরাজী, নওমুসলিম, ঝালকাঠি।
বিশেষ বক্তা হিসেবেউপস্থিত থাকবেন জনাব আবু আবদুল্লাহ মাহমুদি, এবং ৪ তারিখেবয়ান পেশ করবেন মুফতি হাসান মাসুদ ফিরোজ, মনিরুলইসলামমুরাদ সাহেব ও মাওলানা আবুছালেক খলিফা। প্রধান অতিথি থাকবেন জনাব ইউসুফ হোসেনহাং, চেয়ারম্যান, ৭ নংবামরাইলইউনিয়ন। সভাপতিত্তকরবেন জনাব আলহাজ¦অধ্যক্ষ মো: হেমায়েত উদ্দিন আহমেদ। এবং সাবিক সহযোগিতায় থাকবেন মো: সুমন মোল্লা, মাহফুজআলমরনি,লিটন বায়েজিদ, রানা, রাজিব, বাবু, রাজিব, মাইনদ্দিন, রেজভি,খালেকমৃধা, ছোহরাবতাং, ।মহিলাদেরবসার সুব্যাবস্থা আছে । উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানেরঅশেষ নেকিহসিলকরুন।