বেনাপোলে ট্রলি মোটরসাইকেল মুখো মুখিসংঘর্ষে মোটর সাইকেল আরোহি ইদ্রিস আলীমৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে - Alokitobarta
আজ : সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে ট্রলি মোটরসাইকেল মুখো মুখিসংঘর্ষে মোটর সাইকেল আরোহি ইদ্রিস আলীমৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃযশোর -বেনাপোল মহাসড়কের বেনাপোল বলফিল্ডের সামনেমাটি বোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখিসংঘর্ষে ইদ্রিস নামে এক যুবক গুরতর আহত হয়েহাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শনিবার সকাল ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত মোটরসাইকেল আরোহি বেনাপোল পোর্টথানার বড়আচড়া গ্রামের ইছাহক আলীর ছেলে। তারমোটরসাইকেল নাম্বার ঢাকা মেট্রো ট- ৪৭৫৪০।স্থানীয়রা জানায় মোটরসাইকেল আরোহি বেনাপোল এরদিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটিমাটি বোঝাই লাইসেন্স বিহীন ট্রলি গাড়ির সাথেমুকো মুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেল সহ চালকট্রলি গাড়ির নীচে ভিতরে ঢুকে যায়। পরে সেখান থেকেমোটরসাইকেল আরোহিকে উদ্ধার করে স্থানীয়রা নাভারনস্বাস্থ্য কমপেক্স নিয়ে যায় চিকৎসার জন্য।নাভারন স্বাস্থ্য কেন্দ্র সুত্রে জানা যায় আহত ইদ্রিস এরঅবস্থা আশঙ্কা জনক।বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু বলেন, গাড়িআটক করে থানায় নিয়ে যাওয়া হবে। ট্রলি গাড়ির চালকহেলপার পলতাক রয়েছে। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

Top