হামলা তেলআবিবে ফের রকেট - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হামলা তেলআবিবে ফের রকেট


আলোকিত বার্তা:ফিলিস্তিনের জঙ্গিরা ইসরাইলে নতুন করে রকেট হামলা চালালে দেশটির নিরাপত্তা বাহিনী ফের দ্রুত পাল্টা বিমান হামলা চালায়। মঙ্গলবার রাতে পাল্টা বিমান হামলা চালায় তারা। পাল্টাপাল্টি এমন হামলার কারণে অস্ত্রবিরতি দাবি হুমকির মুখে পড়ছে।আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় ইসরাইলের নির্বাচনের প্রাক্কালের একেবারে স্পর্শকাতর সময়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি গাজায় ফের সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছেন। একথা বলার কয়েক ঘণ্টা পরেই হামলা চালানো হলো।

গাজা উপত্যকা থেকে ছোড়া দূর-পাল্লার একটি রকেট তেলআবিবের উত্তরাঞ্চলে একটি বাড়িতে আঘাত হানে। এতে সাত ইসরাইলি আহত হয়। এই রকেট হামলাকে কেন্দ্র করে সোমবার সর্বশেষ পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দফায় দফায় পাল্টা বিমান হামলা চালায়। এসময় ফিলিস্তিনী জঙ্গিরাও নতুন করে রকেট হামলা শুরু করে। তবে এসব হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর: এএফপি, বাসস।

Top