বাকেরগঞ্জে দুইটি ইটভাটার ম্যানেজারকে এক বছর করে কারাদণ্ড অনাদায়ে ২০ লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে দুইটি ইটভাটার ম্যানেজারকে এক বছর করে কারাদণ্ড অনাদায়ে ২০ লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


রফিকুল ইসলাম:লাইসেন্স ছাড়া ইট তৈরি করায় বরিশালের বাকেরগঞ্জে দুইটি ইটভাটার ম্যানেজারকে এক বছর করে কারাদণ্ড অনাদায়ে ২০ লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার(১৪ জানুয়ারি)উপজেলার মেসার্স এমআরবি ব্রিকস ও মেসার্স আলিফ ব্রিকস’র বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল হালিমের অধিদপ্তরটির পরিদর্শক মো.তোতা মিয়া জানান,বাকেরগঞ্জে উপজেলার আউলিয়াপুর ও ঢাপরকাঠি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সেসময় পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না নিয়েই ইট উৎপাদন করায় মেসার্স এমআরবি ব্রিকস’র ম্যানেজার কবির মোল্লা ও মেসার্স আলিফ ব্রিকস’র ম্যানেজার রাজ্জাক হাওলাদারকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়।এছাড়া ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটা দুইটি বন্ধ করে দেওয়া হয়।

Top