বরগুনা তালতলীতে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা তালতলীতে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা


মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী হাসপাতালের সভা কক্ষে রবিবার জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে উপজেলায় ব্যাপক হারে টিকাদান(এমডিভি)কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সাইদ হাসান সোহাগ’র সভাপতিত্বে সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী’র সুপারভাইজার মোঃ মোক্তার উদ্দিন (সিডিসি,ডিজিএইচএস)।

তালতলী উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো:আ:ছালামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী,বড়বগী ইউপি চেয়ারম্যান মো:আলম মুন্সি, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশাহ তালুকদার,সোনাকাটা ইউপি চেয়ারম্যান মো: সুলতান ফরাজী,প্রেসক্লাব সদস্য আবুববকর ছিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন।সভায় তালতলী রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মল্লিক মো: জামাল,তালতলী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শাহাবুদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো:আবুল কালাম,ফরিদা পারভিন ,ছোটবগী ইউপি সচিব মো: শের শাহ , নিশানবাড়িয়া ইউপি সদস্য মো: মহিব্বুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “২০২২ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ” স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে তালতলী উপজেলার সকল ইউনিয়নে আগামি ৮ থেকে ১২ই জানুয়ারী পর্যন্ত কুকুরকে ব্যাপক হারে টিকাদান করা হবে।

Top