বরিশালে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
মো.রফিকুল ইসলামঃবরিশালে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসন আয়োজনে সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে, নগরীর কেডিসির ৬ শতাধিক দুস্থ আসহায় সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হোসেন চৌধুরী, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসির উপদেষ্টা মোঃ শাহজাদা হিরা, সভাপতি তাঞ্জিল ইসলাম শুভ, সদস্য স্বর্ণা, নাইমা, জুনায়েদ, ফাইজা, সুব্রতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।শীতবস্ত্র কম্বল বিতরণে স্বেচ্ছায় শ্রম দিয়ে সহযোগিতা করবেন স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসি।