প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কৃষক চিত্ত রঞ্জন সরকারের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কৃষক চিত্ত রঞ্জন সরকারের মৃত্যু হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কৃষক চিত্ত রঞ্জন সরকারের(৫০)মৃত্যু হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চিত্ত রঞ্জন উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের বাসিন্দা।মৃত চিত্ত রঞ্জনের ছোট ভাই সুভাষ জানান, গত সোমবার (৯ ডিসেম্বর) চিত্ত রঞ্জন ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে আগে পরিকল্পিতভাবে একই এলাকার ব্রজেন্দ্র নাথ সরকার,তার স্ত্রী শিখা রানী সরকার,সৈকত সরকার,অখিল সরকার,নিখিল সরকার, সঞ্জয় সরকারসহ সাত থেকে আটজন মিলে তাকে ডেকে নিয়ে যান। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তারা।

এ অবস্থায় অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে।অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মৃত চিত্ত রঞ্জনের বড় ভাই সত্য রঞ্জন সরকার জানান,হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।শনিবার বিকেলে চিত্ত রঞ্জনের মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।পাশাপাশি মামলার প্রস্তুতি নিয়েছেন তারা।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জিয়াউল আহসান জানান,চিত্ত রঞ্জনের মৃত্যুর বিষয়টি তার স্বজনরা জানিয়েছে।তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top