বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ঝটিকা মশাল মিছিল করেছে ছাত্রদল। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ঝটিকা মশাল মিছিল করেছে ছাত্রদল।


রফিকুল ইসলাম:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ঝটিকা মশাল মিছিল করেছে ছাত্রদল।বৃহস্পতিবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএম কলেজের পরিবহন গেট থেকে জেলা ছাত্রদলের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের হয়।জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান মিঠুর নেতৃত্বে মিছিলটি বৈদ্যপাড়া সড়কের মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে বিকেলের দিকে বিএম কলেজের মসজিদ গেট থেকে জেলা ছাত্রদলের ব্যানারে আরেকটি মিছিল বের হয়।জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বাধীন মিছিলটি বৈদ্যপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।একই দাবিতে দুপুরে নগরের সিএন্ডবি রোডে ঝটিকা বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে বৈদ্যপাড়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি সিএন্ডবি রোডের টিটিসি’র সামনে গিয়ে শেষ হয়।

Top