বরিশালে দুই শিক্ষিকা আপন বোনের জম্ম তারিখে ৫ মাসের তফাৎ, মা মেয়ের এক নাম রাহিমা। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে দুই শিক্ষিকা আপন বোনের জম্ম তারিখে ৫ মাসের তফাৎ, মা মেয়ের এক নাম রাহিমা।


স্টাফ রিপোর্টার:বরিশাল সদর উপজেলার ৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের জিবদলন গ্রামের বাসিন্দা ইউনুছ কাজীর দুই কন্যার ভোটারতালিকায় মাত্র ৫ মাসের তফাৎ দেখা যায় । বড় বোনের নাম রাহিমা আক্তার । সিরিয়াল নং Ñ১৬২ । আইডী কাড নং Ñ০৬০৫৭৩৮৬২৪৩৩ । পিতার নাম Ñ মোঃ ইউনুছ কাজি । মাতার নাম Ñ রোকেয়া বেগম । জম্ম তারিখ Ñ ১৫/১০/১৯৮৪ইং । সাং Ñ জীবডলন, বরিশাল সদর বরিশাল । ছোট বোনের নাম নাজমুন নাহার । সিরিয়াল নং Ñ ১৬৪ । ভোটার নং Ñ০৬০৫৭৩৮৬২৪৩৭ । পিতার নাম Ñ ইউনুছ কাজী । মাতার নাম Ñ রাহিমা বেগম । জম্ম তারিখ Ñ ১৫/০৩/১৯৮৫ ইং ।সাংÑ জীবদলন, বরিশাল সদর বরিশাল । দুই কন্যাই বরিশাল সদর উপজেলার দুটি সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষিকাপদে চাকরী করছেন প্রশ্ন আসতে পারে যে, ৫ মাসের ব্যবধানে কিভাবে তাদের জম্ম হলো এবং তারা কিভাবে দুইবোন সরকারী বিদ্যালয়ে চাকরী পেলেন।এনিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে দারুন প্রশ্ন উত্তর হলেও জানা যায়, সদরউপজেলার কর্নকাটি জি আর মাধ্যমিক বিদ্যালয়ে থেকে পাশ করেছেন এক বোন । এখানে ভোটার এলাকার পরিচিতিনং ৩৩০০৭০৮০১০২২ জীবদলন চুরান্ত ভোটার তালিকা প্রকাশ ৭/১০/১৯৯৫ ইং সনের ভোটার তালিকায় ০১৪০ নংসিরিয়ালে ইউনুছ কাজীর স্ত্রী নাম রাহিমা পাওয়া যায় । কিন্তু ২০০৮ ইং সনের চুরান্ত ভোটার তালিকায় ইউনুছকাজীর স্ত্রীর নাম পাওয়া যাচ্ছে রাহিমা এবং আরেক মেয়ের স্থানে রোকেয়া

খোজ খবরে যতটুকু জানা গেছে,ইউনুছ কাজীর তৎকালীন সময়ে স্ত্রী একজনই ছিল।তথ্য নেওয়ার জন্য তার কন্যা নাজমুন নাহারকে ফোন করা হলে তিনিপ্রশ্নের জবাব না দিয়ে ফোনটি দুইবার কেটে দেয় । এক কন্যা চরমোনাই ইউনিয়নের জবেদা আলী সরকারীপ্রার্থমিক বিদ্যালয়ের হেড মাষ্টার নাজমুন নাহার । অন্য কন্যা চরকাউয়া ইউনিয়নের কর্নকাটী আদর্শ সরকারীপ্রার্থমিক হেড মাষ্টার রাহিমা আক্তার । তার বড় পুত্র মোঃ জহুরুল ইসলামের আইডী কার্ডে ইউনুছ কাজীর স্ত্রীকেরাহিমা খাতুন দেখা যাচ্ছে।শোনা যাচ্ছে, ইউনুছ কাজীর কন্যার ডাক নাম ছিল রাহিমার স্থলে রুম্মানা আক্তার ।তিনি বিশ্বাসের হাট মাধ্যমিক বিদ্যালয়ের লেখাপড়া অবস্থায় তার নাম রাহিমা ছিল না ১৯৯৮/৯৯ সেসনে বলে জানাযায় । তবে কর্নকাটি জি আর মাধ্যমিক বিদ্যালয়ের ২০০০ হাজার সেসনে পরিক্ষার্থীতে রুম্মানার স্থলে রাহিমা নাম ওসেখানে মাতার নাম হয় রোকেয়া সার্টিফিকেট অর্জন করেছেন বলে শোনা যাচ্ছে।এলাকাবাসীর দাবি অনুযায়ীকর্নকাটি জিআর মাধ্যমিক বিদ্যালয়ের রেজিষ্টেসনকৃত অনউপস্তিত পরিক্ষার্থীর স্থান পূরন করতেই নাম পরিবর্তনকরেছেন রাহিমা।বিস্তারিত খতিয়ে দেখার জন্য যথাযত কর্তৃপক্ষর দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

Top