বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে সাত ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে সাত ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার(১০ ডিসেম্বর)বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় আগৈলঝাড়া উপজেলার ছালেকুর রহমানের মালিকানাধীন পলাশ মেডিক্যাল হল,তাপস চন্দ্র দাসের মেসার্স তাপস মেডিক্যাল হল,নুরুল হুদার মেসার্স নুপুর মেডিক্যাল হল,গৌরনদী উপজেলার রতন হালদারের সরকার মেডিক্যাল হল,শহিদুল হকের আনোয়ারা মেডিক্যাল হল,এসএম আতিকুর রহমানের জনতা ফার্মেসি,মো.আলামিন হোসেনের খান ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ পাওয়া যায়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক সাত ফার্মেসিকে মোট ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা সহযোগিতা করেন।