বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধ নৌযানে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর।
রফিকুল ইসলাম:বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধ নৌযানে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। মঙ্গলবার দিনভর তাদের এই অভিযানে অর্ধশত নৌযানের কাগজপত্র যাচাই-বাচাই শেষে ১১টির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোস্টগার্ড ও নৌ পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট দপ্তরের উপ-সচিব মো. বদৌরুদজ্জামান লিটন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন(বিআইডব্লিউটিএ)কর্তৃপক্ষ বরিশাল অফিস সূত্র জানায়-সারা দেশে মতো বরিশালের নদীপথেও অবৈধ নৌযানে অভিযানে নির্দেশনা আসে।সেই নির্দেশনার আলোকে কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা মো.বদৌরুদজ্জামান লিটন পুলিশ ও কোস্টগার্ড নিয়ে মঙ্গলবার দিনভর কীর্তনখোলা নদীতে অভিযানে নামে।
বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা অভিযানে অর্ধশত নৌযানের কাগজপত্র তল্লাশি করেন।পরে যাচাই-বাচাই শেষে ১১টি নৌযানকে ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় অভিযান শেষে কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা মো.বদৌরুদজ্জামান লিটন মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন।