মির্জাগঞ্জে বজ্রপাতে দু’টি গাছ ক্ষতিগ্রস্থ\ অল্পের জন্য রক্ষা পেলো উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বজ্রপাতে দু’টি গাছ ক্ষতিগ্রস্থ\ অল্পের জন্য রক্ষা পেলো উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে গতকাল সোমবার সকাল সোয়া দশটার দিকেউপজেলা পরিষদের পিছনে বজ্রপাতে দুটি গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতেঅল্পের জন্য রক্ষা পেয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার মোঃচুন্নু। জানা যায়, গতকাল সকাল সোয়া দশটার দিকে আকাশে চারিদিকমেঘাছন্ন হয়ে বজ্র ও বৃষ্টিপাত শুরু হয়।এসময়ে উপজেলা নির্বাহীঅফিসার কার্যালয়ের পিছনে একটি রেন্ট্রি ও একটি কড়াই গাছের উপরবজ্রপাতে গাছ দুইটি ফাটল ধরে ভাগ হয়ে যায় এবং কড়াই গাছের একটিবাকলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তিনতলা ছাদের উপর দিয়েছিটকে মাঠে পড়ে। এ সময়ে চেয়ারম্যানের গাড়িটি নিরাপদে রেখে এরপাশেই ৫ থেকে ৬ গজ দুরাত্বে দাঁড়িয়ে ছিলেন ড্রাইভার চুন্নু।

তিনিবলেন,একটা বিকট শব্দ শুনে হতবম্ভ হয়ে যাই। এরপরেই দেখি কড়াই গাছচিড়ে ভাগ হয়ে গেছে এবং গাছের পশ্চিম পাশে সড়কে সাদা ফেনায় ভরেগেছে। তবে মনে হচ্ছে বজ্রপাতের কারনে গাছ দু’টি থেকে গাছের কষবেড়িয়ে রাস্তা বেড়িয়ে এসেছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলাপরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহীঅফিসার আবদুল্লাহ আল জাকীসহ অন্যান্যে অফিসারগন।

Top