গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজারকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুরে দিনেদুপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজারকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।ছিনতাই শেষে তিন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।সোমবার(৯ ডিসেম্বর)দুপুর দেড়টার দিকে উজিরপুর সদর-ধামুরা সড়কের মুলপাইন নামক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।আহত শাখা ব্যবস্থাপক আবু জাফরকে উদ্ধার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,ব্যাংক কর্মকর্তা আবু জাফর ঋণের কিস্তি উত্তোলন শেষে মোটরসাইকেলে অফিসে ফিরছিলেন।মুলপাইন নামক স্থানে পৌঁছালে দেখতে পান স্টার্ট দেওয়া একটি মোটরসাইকেলের ওপর একজন বসে ও দুইজন দূরে দাঁড়িয়ে আছেন। আবু জাফর কাছাকাছি আসার পর তাকে থামতে বলা হয়। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকা দুই ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আবু জাফর ঠেকাতে গেলে তার হাতের ওপর কোপ লাগে। তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে স্টার্ট দেওয়া মোটরসাইকেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।