বেনাপোল দিয়ে প্রশিক্ষন প্রাপ্ত ১০ টি কুকুর দিল ভারতীয় সেনাবাহিনী
বেনাপোল প্রতিনিধিঃমাদকদ্রব্য অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে ভারত সরকারের দেয়া বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত ১০ টি কুকুর বেনাপোল দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সেনা বাহিনী।শনিবার দুপুরে কুকুর ১০ টি হস্তান্তর করা হয়।হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন,যশোর ক্যান্টমেন্টে কর্নেল আনোয়ার হোসেন,লে,কর্নেল মিজানুর রহমান,৪৯ বিজিবি এডি ফারুক হোসেন ও আইসিপি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।অপরদিকে ভারতের হয়ে উপস্থিত ছিলেন কোলকাতা ক্যান্টনমেন্টের কর্নেল কেশব জাদবসহ বিএসএফ এর উর্দ্ধতন কর্মকর্তারা।
কর্নেল আনোয়ার হোসেন বলেন,ভারত সরকারের দেওয়া কুকুরগুলো বিশেষ প্রশিক্ষনে প্রশিক্ষন প্রাপ্ত।কুকুরগুলি ভারতের মিরাট ক্যান্টনমেন্ট থেকে বাংলাদশ সরকারকে উপহার দিয়েছে।এ কুকুরগুলো দিয়ে মাদকদ্রব্য অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হবে।