নৌ-যান শ্রমিকদের বিক্ষোভ ১১ দফা দাবীতে বরিশালে
মুরাদ হোসেন:নৌ-যান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করন,মেরিন আইনের সঠিক বাস্তবায়ন ও সকল প্রকার শ্রমিক হয়রানী বন্ধ,মালিক কতৃক সকল নৌ-শ্রমিকদের খাদ্য ভাতা প্রদান,কর্মস্থলে ও দূর্ঘটনায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরন ১০ লাখ টাকা নির্ধারন সহ ১১ দফা দাবী আদায়ের লক্ষে বরিশালে সমাবেশে ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।বৃহষ্পতিবার(২৮ নভেম্বর)বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখা ও লঞ্চ লেবার এসোসিয়েশনের আওতাভুক্ত শ্রমিকরা নদী বন্দর এলাকায় এ কর্মসূচি পালন করে।
নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি আবুল হাসেম বলেন,পূর্বে বেশ কয়েক দফা আন্দোলন করেছিল।নৌ মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেও আমাদের অধিকাংশ দাবী পূরন করেনি লঞ্চ মালিকরা।তবে তারা আগামী ২৯ তারিখ রাত ১২ টা পর্যন্ত অপেক্ষা করবে। তাদের দাবী মেনে নেয়া না হলে রাত ১২ টার পর থেকে ধর্মঘটে যাবে।