ধর্ষণের অভিযোগে আটক ১ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে আটক ১


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হারুণ তালুকদার(৫২)নামে এক কৃষককে আটক করেছে পুলিশ।বুধবার(২৮ নভেম্বর)রাতে তাকে আটক করা হয়।হারুণ উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন তালুকদারের ছেলে।

উজিরপুর থানার উপ-পরিদর্শক(এসআই)রিয়াজ মাহামুদ জানান,গত ২৪ নভেম্বর কে বি জি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রী পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফিরছিল।এ সময় একই এলাকার কৃষক হারুণ তার পথরোধ করে জোর করে তাকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেন ওই স্কুলছাত্রী পরিবার।পরে অভিযোগের ভিত্তিতে হারুণকে আটক করা হয়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শিশির কুমার পাল বলেন,এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Top