যশোরের বেনাপোলে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বেনাপোলে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল বাইপাসে সড়ক দূর্ঘটনায় শহর আলী (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মৃত শহর আলী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে।সোমবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোল ছোট আঁচড়া গ্রামের বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,নিহত যুবক ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল।এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।পরে গ্রামবাসী রাস্তায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান সড়ক দূর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক যানবাহনটি সনাক্তকরণের প্রক্রিয়া চলছে।

Top