বরিশালে ভোক্তা অধিকারের অভিযান - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ভোক্তা অধিকারের অভিযান


রফিকুল ইসলাম:অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে মুরগির গ্রিল সংরণের দায়ে বরিশাল নগরীর চৌমাথা এলাকার মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।এছাড়া বিশেষ ধরনের ঠোঙার মাধ্যমে ওজনে কম দেয়ায় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকার ২ ফল দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী এই অভিযান চালানো হয়।এতে সহায়তা করেন পুলিশ সদস্যরা।ভোক্তা সংরণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Top