বরিশালে ছাত্রলীগ কর্মীকে পেটালেন ছাত্রলীগ নেতা সুজন
রফিকুল ইসলাম:বরিশাল সদর উপজেলার সিদ্দিকুর রহমান(২১)এক ছাত্রলীগ কর্মীকে পেটালেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন ও তার ভাই মোঃ জহির।এ বিষয়ে আজ শনিবার ছাত্রলীগ কর্মী সিদ্দিকুর রহমান বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় সাধারন ডায়েরি করেছেন। যার নং ১০৩১ (তাং- ২৩-১১-২০১৯)গত(২১ নভেম্বর)বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চরকাউয়া জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তার বাড়ির উদ্দেশে যান ছাত্রলীগ কর্মী সিদ্দিকুর। যাওয়ার পথে চরকাউয়া জিরো পয়েন্টে গাড়ি থামিয়ে সিদ্দিকুরকে অকথ্য গালিগালাজ শুরু করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন ও তার ভাই মোঃ জহির। পরে ওই ছাত্রলীগ কর্মী প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করেন।এবং তাকে ওই পথে চলাচল করতে নিষেধ করে হত্যার হুমকি দেন।
এবিষয়ে মারধরের শিকার সিদ্দিকুর রহমান বলেন,আমি বাড়ির উদ্দেশে যাওয়ার পথে চরকাউয়া জিরো পয়েন্টে গাড়ি থামিয়ে অকথ্য গালিগালাজ শুরু করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন ও তার ভাই মোঃ জহির। আমি প্রতিবাদ করলে আমাকে বেধরক মারধর করেন এবং ওই পথে চলাচল করতে নিষেধ করে হত্যার হুমকি দেন।এ বিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন বলেন,ছোটরা ঝামেলা করেছিলো আমি মিমাংসা করতে গিয়েছিলাম।রাজনৈতিক শত্রুতা করে আমাকে ফাঁসানো হচ্ছে।বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা ওসি মো.অনোয়ার হোসেন তালুকদার জানান,মারধরের বিষয়টি আমি শুনেছি।ব্যস্ততার কারনে খোঁজ খবর নিতে পারিনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।