বরিশালে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
রফিকুল ইসলাম:সড়ক পরিবহনের নতুন আইন সংশোধন করার দাবিতে বরিশালে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।বুধবার(২০ নভেম্বর)সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করছে।নগরের নথুল্লাবাত কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ছেড়ে যাচ্ছে বাসগুলো।বুধবার সকালে বিষয়াট নিশ্চিত করেন বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন,মঙ্গলবার(১৯ নভেম্বর)সকাল ১০টা থেকে বরিশালের পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি বুধবার সকালে প্রত্যাহার করেছেন তারা।এরপর থেকে আটটি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।জাহাঙ্গীর হোসেন বলেন,২১ ও ২২ নভেম্বর শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় মিটিং রয়েছে।মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে,সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দেব।আজাদ নামে এক গাড়ি চালক বলেন,শ্রমিকনেতাদের নির্দেশে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।