১০ দোকানিকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
রিপোন হাওলাদার:গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ১০ দোকানিকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার(১৯ নভেম্বর)রাতে উপজেলায় অভিযান চালিয়ে দোকানিদের এ জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এসময় কাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) আ.খালেকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আমিনুল ইসলাম জানান,বাড়তি দামে লবণ বিক্রি করায় মেহেন্দিগঞ্জে ১০ দোকানদারকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।